আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে তীব্র দাবদাহ থেকে বাঁচতে এক অভিনব ও দেশীয় পদ্ধতি বেছে নিয়েছেন ট্যাক্সিচালকরা। গাড়ির ভাঙা এসি'র বদলে তারা ছাদে লাগিয়ে নিয়েছেন হাতে তৈরি এয়ার কুলার, যা এখন শহরের রাস্তায় এক পরিচিত দৃশ্য হয়ে উঠেছে।
কান্দাহারে তাপমাত্রা নিয়মিত ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যায়। এই অসহনীয় গরমে গাড়ির নিজস্ব এয়ার কন্ডিশনার (এসি) প্রায়ই বিকল হয়ে পড়ে, যা চালক ও যাত্রী উভয়ের জন্যই কষ্টকর। এই সমস্যা সমাধানে চালকরা পুরনো প্লাস্টিকের ব্যারেল, পাইপ এবং ছোট ফ্যান ব্যবহার করে এই বিশেষ কুলার তৈরি করেছেন।
এএফপি সংবাদ সংস্থাকে আব্দুল বারি নামের একজন ট্যাক্সিচালক বলেন, "গাড়ির আসল এসি'র চেয়েও এটি ভালো কাজ করে। গাড়ির এসি শুধু সামনের অংশ ঠান্ডা করে, কিন্তু এই কুলার পুরো গাড়িতেই শীতল বাতাস ছড়িয়ে দেয়।"
সংবাদ সংস্থার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চালক আব্দুল বারি তার গাড়ির ছাদে কুলারটি বসাচ্ছেন এবং এর পাইপটি টেপ দিয়ে জানালার সাথে আটকে দিচ্ছেন। এই পদ্ধতির একমাত্র অসুবিধা হলো, কুলারের কার্যকারিতা ধরে রাখতে দিনে দুইবার এর পানি পরিবর্তন করতে হয়। তবে আব্দুল বারি বলেন, "এটা আমার জন্য বেশ ভালোভাবেই কাজ করছে।"
তথ্যসূত্র বিবিসি।
ডিবিসি/এমইউএ