নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় তীব্র শীতের কারণে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। সোমবার সকালে মাধনগর রেল স্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে এনড়ার পাড় এলাকায় ১ নম্বর লাইনে স্থানীয়রা প্রথম এই ফাটল দেখতে পান।
রেলকর্মী ও স্থানীয়দের ধারণা, অতিরিক্ত ঠান্ডার কারণেই রেললাইনের পাতে এই ফাটল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ফাটল দেখার পর বিষয়টি দ্রুত রেল কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে মেরামত কাজ শেষ করেন। নিরাপত্তার স্বার্থে ওই লাইনে ট্রেন ধীর গতিতে চলাচল করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে নলডাঙ্গা থানা পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি পাশের বিরকুৎসা রেলস্টেশন এলাকাতেও একই কারণে রেললাইনে ফাটল দেখা দিয়েছিল।
ডিবিসি/পিআরএএন