তীব্র শীত ও ভারী তুষারঝড়ে যুক্তরাজ্যজুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। দেশব্যাপী বন্ধ ঘোষণা করা হয়েছে শত শত স্কুল। এর ফলে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে বহু এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার তীব্র শীত ও ভারী তুষারঝড়ে যুক্তরাজ্যে বিপর্যয় দেখা যায়। এর আগে বুধবার রাত থেকে তাপমাত্রা হঠাৎ কমতে শুরু করলে আবহাওয়া দপ্তর একাধিক সতর্কতা জারি করে।
যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তুষার ও বরফের জন্য অতিরিক্ত ইয়েলো ওয়ার্নিং জারি রয়েছে। উত্তর-পূর্ব স্কটল্যান্ডে একশোরও বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে।
ইংল্যান্ড ও ওয়েলসেও বেশ কিছু স্কুল বন্ধ হয়েছে। ওয়েলসের পশ্চিমাঞ্চলে রাতে তুষার আর বরফ জমার পর শত শত বাড়িতে এখনো বিদ্যুৎ নেই। বেশ কয়েকটি অঞ্চলে অ্যাম্বার কোল্ড-হেলথ অ্যালার্ট জারি করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা।
ডিবিসি/ এইচএপি