উত্তর ভারতের বিভিন্ন জায়গায় আগে ভাগেই শুরু হয়েছে তুষার পাত। বরফে ঢেকে যেতে শুরু করেছে বিস্তীর্ণ প্রান্তর।
শীত পুরোপুরি জেঁকে বসেনি, এরইমধ্যে বরফের চাদরে ঢাকা পড়ে গেছে ভারতের উত্তরাখাণ্ডের কেদারনাথের মন্দির। শুরু হয়েছে তুষারবৃষ্টি। আর হিমেল হাওয়া উপেক্ষা, অসাধারণ এ দৃশ্যে মেতেছেন দর্শনার্থীরা। যদিও বরফ পড়তে থাকায় সোমাবর এ বছরের জন্য বন্ধ করে দয়া হয়েছে কেদারনাথ মন্দির।
পর্যটকরা জানান, খুবই ভালো লাগছে। মজা লাগছে। কিন্তু চিন্তার বিষয় হলো এই বরফের মধ্যে এত উঁচু পাহাড় থেকে নিচে কি করে নামব। কখনও বরফ দেখিনি। খুব শখ ছিল সামনাসামনি দেখব। এখন দেখে সৌভাগ্যবান মনে করছি।
উত্তর ভারতের আর এক রাজ্য হিমাচল প্রদেশেও বরফ পড়েছে। সিমলার কুফরি এলাকায় পর্যটকরাও উপভোগ করছে শ্বেত-শুভ্র সৌন্দর্য। এ ছাড়া মন্ধোল জেলার একাধিক গ্রাম ঢাকা পড়েছে তুষারের সাদা চাদরে। জম্মু-কাশ্মীর উপত্যকার পিরপঞ্জাল পর্বতের বিস্তীর্ণ অংশেও ভারি তুষারপাত দেখা গেছে।
কোভিড ধাক্কায় ধুঁকছে ভারতের পর্যটনশিল্প। এই পরিস্থিতি থেকে শীতে ঘুরে দাঁড়ানোর আশা করছে হোটেল-লজ থেকে পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসা। এমন পরিস্থিতিতে মৌসুমের শুরুতেই উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তুষারপাতে সেই আশা আরও বাড়ছে।