তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত 'পরিবার এবং সংস্কৃতি-শিল্পকলা সিম্পোজিয়াম'-এ বক্তব্য রাখেন। তিনি পারিবারিক প্রতিষ্ঠানের মুখোমুখি হওয়া ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোর ওপর জোর দেন।
পারিবারিক প্রতিষ্ঠানের চ্যালেঞ্জগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে এরদোয়ান বলেন, আমরা জেন্ডার-নিরপেক্ষতার চাপ এবং এলজিবিটি আন্দোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কোনো রকম ছাড় বা আত্মতৃপ্তিকে প্রশ্রয় দিচ্ছি না।
তিনি জোর দিয়ে বলেন যে, বিশ্বজুড়ে যখন বৈশ্বিক পুঁজিবাদ নতুন নতুন ফ্রন্ট খুলছে, এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ ও ডিজিটাল অবরোধ তীব্র হচ্ছে, এমন সময়ে তুরস্ক পরিবারকে রক্ষা করছে।
প্রেসিডেন্ট একটি জনসংখ্যাগত সংকট সম্পর্কেও সতর্ক করে বলেন যে, আমরা বর্তমানে একটি বিপর্যয়ের মুখোমুখি, কারণ সরকারি তথ্য অনুসারে গত বছর দেশটির মোট জন্মহার ১.৪৮-এ নেমে এসেছে।
এরদোয়ান বলেন, জন্মহারের এই পতন আমাদের ভবিষ্যতের জন্য জোরে অ্যালার্ম বাজিয়ে দিচ্ছে, এবং যারা এই দেশের ভাগ্য নিয়ে চিন্তিত, তারা কেউই উদাসীন থাকতে পারে না।
তথ্যসূত্র আনাদোলু এজেন্সি
ডিবিসি/এমইউএ