তীব্র তাপপ্রবাহের মধ্যে তুরস্কের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে ইজমির প্রদেশ এবং এর আশেপাশের এলাকা থেকে ৫০,০০০-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রচণ্ড বাতাস এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাওয়া তাপমাত্রার কারণে গত রবিবার (২৯শে জুন) থেকে শুরু হওয়া এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তুরস্কের বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানিয়েছেন, ঘণ্টায় প্রায় ৭০-৮০ কিলোমিটার বেগের বাতাস আগুন নিয়ন্ত্রণে আনার কাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (AFAD) জানিয়েছে, আগুনের কারণে এখন পর্যন্ত ৭৯ জন ধোঁয়ায় অসুস্থ হয়েছেন বা সামান্য আঘাত পেয়েছেন, তবে গুরুতর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইজমির প্রদেশের সেফেরিহিসার, মেন্দেরেস এবং অন্যান্য কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১৩২টি বাড়ি এবং একটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কিছু এলাকায় গাড়ি বিক্রির শোরুম এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানেও আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
তথ্যসূত্র সিএনএন।
ডিবিসি/এমইউএ