আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১১ই ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৪৮:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মোট ২৩ হাজার ৭১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্ক থেকে ২০ হাজার ২২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সিরিয়া থেকে মৃতের সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুই দেশের সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। এখন তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ৯ লাখ লোকের জরুরি খাদ্যের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গত সোমবার স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬.৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক হয়।

ভূমিকম্পের পরপরই ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করেন তুরস্ক ও সিরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্ধারকর্মীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন দেশের উদ্ধারকারী সদস্যরাও। 

ভুমিকম্পে বিধ্বস্ত শহরগুলোতে বহু মানুষ এখনও আশ্রয়হীন রয়েছে। সেইসঙ্গে নিরাপদ খাবার পানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে, এই পরিস্থিতিতে ভূমিকম্পের হাত থেকে বেঁচে যাওয়া আরও অনেক মানুষের মৃত্যু হতে পারে।

আরও পড়ুন