জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ 'কুরুলুস উসমান' দেখে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক স্কটিশ নারী। বোজদাগ ফিল্ম প্রযোজিত এই সিরিজটি দেখার পর জুলিয়েটা লরেনা মার্টিনেজ নামের এই নারী তুর্কি সংস্কৃতি ও ইসলামের প্রতি গভীরভাবে আগ্রহী হন।
এক বিবৃতিতে বোজদাগ ফিল্ম জানায়, সিরিজটি দেখার পর মার্টিনেজের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়, যা তাকে এ বিষয়ে আরও গবেষণা করতে উৎসাহিত করে এবং অবশেষে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, "কোভিড-১৯ লকডাউনের সময় আমি তুর্কি টেলিভিশন দেখা শুরু করি। এর গল্প, ইতিহাস এবং ইসলামী তথ্যগুলো আমাকে ভীষণভাবে আলোড়িত করে, যা আমি আগে কখনো জানতাম না।" তিনি আরও বলেন, "এই সিরিজটি আমাকে কুরআন পড়তে উৎসাহিত করে এবং 'উসমান' দেখা শুরুর দুই বছর পর আমি শাহাদা পাঠ করে মুসলিম হই।"
ইসলাম গ্রহণের পর মার্টিনেজ সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে ভ্রমণ করেন। সেখানে তিনি বোজদাগ ফিল্মের স্টুডিও পরিদর্শন করেন এবং জনপ্রিয় এই সিরিজের শুটিংয়ের স্থান ও কায়ী গোত্রের ক্যাম্প ঘুরে দেখেন।
এই অভিজ্ঞতাকে একটি 'আবেগঘন তীর্থযাত্রা' হিসেবে বর্ণনা করে তিনি বলেন, "আমি নতুন করে প্রাণ ফিরে পেয়েছি। আমি এই জায়গাটি ভালোবাসি।"
উল্লেখ্য, 'কুরুলুস উসমান' সিরিজটি অটোমান সাম্রাজ্যের উত্থানের প্রেক্ষাপটে নির্মিত। এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বর্ণনার জন্য এটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এমএআর