আন্তর্জাতিক

তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন, যার প্রভাব পড়েছে কানাডা এবং ইউরোপেও।

শীতকালীন ঝড় 'ডেভিন'-এর আঘাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো কার্যত বরফে ঢেকে গেছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ার বিস্তীর্ণ এলাকায় ৬ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

 

বৈরী আবহাওয়ার কারণে মাটি হয়ে গেছে অনেকের ছুটির আনন্দ। টানা দুই দিন ধরে বাতিল ও বিলম্বিত হচ্ছে শত শত ফ্লাইট, যার ফলে জেএফকে ও লাগার্ডিয়ার মতো প্রধান বিমানবন্দরগুলোতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রেলপথেও শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। 

 

অন্যদিকে, কানাডার টরন্টো শহরেও ভারী তুষারপাত ও হিমশীতল বাতাস বইছে। ইউরোপের দেশ গ্রিসেও তাপমাত্রার পারদ মাইনাসে নেমেছে এবং সেখানে তুষারধসে চারজন পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ পেনসিলভানিয়া ও ম্যাসাচুসেটসে আরও একটি তুষারঝড়ের সতর্কতা জারি করেছে।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন