তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষার্থী সাকিুবুল হাসান রানা নিহতের ঘটনায় ফার্মগেট এলাকা প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সকাল এগারোটার দিকে তারা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ফার্মগেট মোড়ে অবস্থান নেয়, যার ফলে ব্যস্ততম এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। গত ৬ই ডিসেম্বর ছাত্রাবাসে সংঘর্ষে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার রানার মৃত্যু হয়।
ডিবিসি/এএমটি