তেল ও গ্যাস অনুসন্ধানের গতি বাড়াতে সমুদ্র থেকে জমি পুনরুদ্ধার করে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করছে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ‘পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড’।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাতে বুধবার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
পিপিএল-এর জেনারেল ম্যানেজার আরশাদ পালেকার ব্লুমবার্গকে জানিয়েছেন, সিন্ধু উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সুজাউয়ালের কাছে এই কৃত্রিম দ্বীপটি তৈরি করা হচ্ছে। ইসলামাবাদে অনুষ্ঠিত এক তেল ও গ্যাস সম্মেলনের ফাঁকে তিনি এসব তথ্য জানান।
দ্বীপটি সম্পর্কে তিনি বলেন, ছয় ফুট উচ্চতার এই প্ল্যাটফর্মটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেন জোয়ারের কারণে ২৪ ঘণ্টা চলমান অনুসন্ধান কাজে কোনো ব্যাঘাত না ঘটে।
গত জুলাই মাসে এক সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিপুল তেলের মজুদ নিয়ে আগ্রহ প্রকাশ করার পর দেশটির খনন কার্যক্রমে নতুন গতি এসেছে।
এরপর থেকে ইসলামাবাদ স্থানীয় কোম্পানি পিপিএল, মারি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিকে সাগরে অনুসন্ধানের লাইসেন্স প্রদান করেছে।
আরশাদ পালেকার জানান, আবুধাবিতে তেল উত্তোলনে কৃত্রিম দ্বীপ তৈরির সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানে প্রথমবারের মতো এমন প্রকল্প নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই দ্বীপটির নির্মাণকাজ সম্পন্ন হবে এবং এরপরই কার্যক্রম শুরু হবে। কোম্পানিটির লক্ষ্য সেখানে প্রায় ২৫টি কূপ খনন করা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পাকিস্তানের বৃহত্তম তেল শোধনাগার সিনারজিকো এবং বৈশ্বিক ট্রেডিং ফার্ম ভিটল যৌথভাবে জাহাজের জ্বালানির দেশের বৃহত্তম একক চালান সরবরাহ করেছে।
এটি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের পরিবেশগত মানদণ্ড মেনে তৈরি। এর ফলে পাকিস্তানে জ্বালানি নেওয়া বড় জাহাজগুলো এখন অন্য কোথাও না থামিইে পূর্ব থেকে পশ্চিমে দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে।
ডিবিসি/এমইউএ