বাংলাদেশ, জাতীয়

তৌহিদ-ইসহাক বৈঠক আজ, সই হতে পারে ৬ চুক্তি ও স্মারক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে আগস্ট ২০২৫ ০৮:২৭:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে আজ রবিবার (২৪শে আগস্ট) এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রায় এক যুগ পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে সম্পর্ক স্বাভাবিক করার ওপর জোর দেবে ঢাকা, অন্যদিকে ইসলামাবাদ চাইছে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে। এই বৈঠকে ব্যবসা-বিনিয়োগ থেকে শুরু করে অমীমাংসিত ঐতিহাসিক ইস্যুগুলোও আলোচনার টেবিলে থাকবে বলে আশা করা হচ্ছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারা প্রথমে একান্তে এবং পরবর্তীতে প্রতিনিধি পর্যায়ে বৈঠকে মিলিত হবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে প্রায় ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি, বাণিজ্য বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সমঝোতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতামূলক চুক্তি।

 

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। দেড় যুগেরও বেশি সময় ধরে থাকা স্থবিরতা কাটিয়ে ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে দীর্ঘ ১৫ বছর পর দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেবে। তবে ঢাকা এটাও স্পষ্ট করতে চায় যে, অমীমাংসিত ঐতিহাসিক তিনটি বিষয় সমাধান না করে সম্পর্কের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। এই বিষয়গুলো হলো: ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, আটকে পড়া পাকিস্তানিদের নিজ দেশে প্রত্যাবর্তন এবং অবিভক্ত পাকিস্তানের সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান।

 

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বেশ কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দুই দফা সাক্ষাৎ, করাচি থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু, পাকিস্তানি বংশোদ্ভূতদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশিদের জন্য পাকিস্তানের ভিসা চার্জ মওকুফ ইত্যাদি।

 

দুই দিনের সফরে শনিবার (২৩শে আগস্ট) ঢাকায় পৌঁছান ইসহাক দার। সফরের প্রথম দিনেই তিনি বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ বিকেলে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, এই সফরটি গত এপ্রিলে হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে তখন স্থগিত করা হয়েছিল।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন