গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের জাতীয় দলের সাবেক ফুটবলার সুলেমান আল-ওবায়েদের মৃত্যুতে সঠিক তথ্য দিয়ে শোক প্রকাশ না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাদের বিরুদ্ধে অভিযোগ, শোকবার্তায় এই ফুটবলারের মৃত্যুর কারণ কিংবা এর জন্য কারা দায়ী, তা উল্লেখ না করে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।
সম্প্রতি গাজায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি হামলায় নিহত হন সাবেক ফিলিস্তিনি ফুটবলার সুলেমান আল-ওবায়েদ। এরপরেই উয়েফা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টুইট করে তার প্রতি শ্রদ্ধা জানায়। কিন্তু সেই টুইটে তার মৃত্যুর পরিস্থিতি বা ইসরায়েলি সেনাবাহিনীর ভূমিকার কোনো উল্লেখ না থাকায় অনলাইন জগতে সমালোচনার ঝড় ওঠে।
সাংবাদিক আহমেদ শিহাব-এলদিন সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, "কী করুণ! আপনারা এটা উল্লেখ করার সাহস পেলেন না যে, ক্ষুধার্ত সন্তানদের জন্য ত্রাণের লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরায়েল তাকে হত্যা করেছে। লজ্জা!"
মধ্যপ্রাচ্যের ইতিহাস বিষয়ক গবেষক আসাল রাদ উয়েফার শোকপ্রকাশের ভাষা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, "এমনভাবে বলা হচ্ছে যেন তিনি বার্ধক্য বা স্বাভাবিক কারণে মারা গেছেন। অথচ তাকে ইসরায়েল হত্যা করেছে।"
এই ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের দেওয়া একটি পরিসংখ্যান মতে, চলমান ইসরায়েলি হামলায় ফুটবল জগতের অন্তত ৩২১ জন নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এমএআর