থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বাজারে বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।
সোমবার (২৮শে জুলাই, ২০২৫) স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে শহরের ব্যস্ততম ‘ওর তোর কোর’ (Or Tor Kor) মার্কেটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার, চারিন গোপাট্টা (Charin Gopatta), হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, হামলা চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করে। ঘটনার পরপরই পুলিশ পুরো বাজার এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে সরিয়ে দেয়।
ব্যাংককের হাসপাতালগুলোর দায়িত্বে থাকা ইরাওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টার জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নিরাপত্তা প্রহরী এবং একজন সাধারণ নারী রয়েছেন। জরুরি পরিষেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পায় এবং গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো হামলাকারীকে "উন্মাদ ব্যক্তি" বলে অভিহিত করেছে। কামফেং ফেট রোডে অবস্থিত এই বাজারটি স্থানীয় এবং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। হঠাৎ এই হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং হামলার পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা করছে।
তথ্যসূত্র বিবিসি।
ডিবিসি/এমইউএ