আন্তর্জাতিক

থাইল্যান্ডে নাটকীয় পালাবদল: একদিনের প্রধানমন্ত্রী সুরিয়া

অন্তর

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩রা জুলাই ২০২৫ ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন নাটকীয়তার জন্ম দিয়ে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে মাত্র একদিনের জন্য দায়িত্ব পালন করছেন সুরিয়া জংরুংরিয়াজকিৎ।

মূলত, প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাংবিধানিক আদালত বরখাস্ত করার পর তিনি এই দায়িত্ব পান। তবে মন্ত্রিসভায় রদবদলের কারণে বৃহস্পতিবারই (আজ) নতুন আরেকজন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

 

বুধবার (২রা জুলাই) পরিবহনমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জংরুংরিয়াজকিৎ তার একদিনের দায়িত্ব শুরু করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে। ভাগ্যের পরিহাস হলো, যে প্রতিষ্ঠানের ৯৩তম বার্ষিকী তিনি উদযাপন করছেন, সেই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার দায়িত্বকাল ৯৩ ঘণ্টারও কম।

 

থাইল্যান্ডের প্রভাবশালী রাজনৈতিক সিনাওয়াত্রা পরিবারের উত্তরাধিকারী পেতংতার্নকে মঙ্গলবার দেশটির সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করলে এই রাজনৈতিক সংকট তৈরি হয়। 

 

কম্বোডিয়ার সাথে একটি কূটনৈতিক টানাপোড়েনের সময় মন্ত্রিসভার নৈতিকতা লঙ্ঘনের "যথেষ্ট কারণ" খুঁজে পাওয়ায় আদালত এই সিদ্ধান্ত দেয়। এই বিষয়ে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত পেতংতার্নকে তার দায়িত্ব থেকে বিরত থাকতে হবে, যা কয়েক মাস পর্যন্ত দীর্ঘ হতে পারে।

 

৩৮ বছর বয়সী পেতংতার্ন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা। ২০০০-এর দশকের শুরু থেকেই সিনাওয়াত্রা পরিবার এবং তাদের দল থাইল্যান্ডের রক্ষণশীল প্রতিষ্ঠানগুলোর সাথে রাজনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে।

 

পূর্বনির্ধারিত একটি মন্ত্রিসভা রদবদলের কারণে সুরিয়ার এই সংক্ষিপ্ত দায়িত্বকালের অবসান ঘটছে। বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করলে ফুমিথাম ওয়েচায়াচাই উপ-প্রধানমন্ত্রী হিসেবে আরও উচ্চ পদে আসীন হবেন এবং তিনিই নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। ফলে, মাত্র এক সপ্তাহের মধ্যে তৃতীয় কাউকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে দেখবে থাইল্যান্ড।

 

তথ্যসূত্র ব্যাংকক পোস্ট

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন