আবহাওয়া, বাংলাদেশ, বিবিধ

দক্ষিণে ঝোড়ো হাওয়া, রাজধানীতে নামবে বৃষ্টি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই আগস্ট ২০২৫ ১০:১৪:৪৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এই এলাকাগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (৮ই আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আঘাত হানতে পারে। এই পরিস্থিতিতে উল্লেখিত অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

এদিকে, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পৃথক এক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
 

উল্লেখ্য, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন