চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আসন্ন সিরিজটি সামনে রেখে বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি।
আজ শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আকবর আলি ও মাহফিজুল ইসলাম রবিন ছাড়াও আছেন মারুফ মৃধারা।
তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে ম্যাচগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হবে, আর চারদিনের ম্যাচ দুটি চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে।
আগামী ১২ই মে রাজশাহীতে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এ ছাড়া ১৪ ও ১৬ই মে পরের দুটি ম্যাচ একই ভেন্যুতে হবে। ওয়ানডে সিরিজ শেষে আগামী ২০শে মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ হবে ২৭শে মে ঢাকায়।
বাংলাদেশ ইমার্জিং দল-
জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, আকবর আলি, প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ, আসাদুজ্জাম পায়েল, মারুফ মৃধা, রিপন মন্ডল।
ডিবিসি/ এইচএপি