খেলাধুলা, ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সিরিজের ধারাভাষ্যকারের তালিকায় নেই তামিম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৯শে অক্টোবর ২০২৪ ০৬:১৮:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের জন্য ধারাভাষ্য প্যানেলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজে থাকছেন মোট ৭ জন ধারাভাষ্যকার। আজ শনিবার (১৯শে অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

 

সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের দুজন- শন পোলক ও এইচডি অ্যাকারম্যান। আর বাংলাদেশের ধারাভাষ্যকার আছেন চারজন- আতহার আলী খান, শামিম চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। অন্যজন জিম্বাবুয়ের এডওয়ার্ড রেইন্সফোর্ড।

 

সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যকারের তালিকায় ছিলেন তামিম ইকবালও। তবে ঘরের মাঠের এই সিরিজে থাকছেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এই সিরিজ চলাকালে চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকবেন তিনি।

 

সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২১শে অক্টোবর থেকে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২৯শে অক্টোবর থেকে। এ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুটি ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন