দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকার মধ্যবর্তী জনবসতিহীন ড্রেক প্যাসেজ এলাকায় বৃহস্পতিবার (স্থানীয় সময়) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫।
প্রাথমিকভাবে এটি ৮ মাত্রার কম্পন হিসেবে রিপোর্ট করা হলেও, পরে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর মাত্রা ৭.৫-এ সংশোধন করে।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার (৭ মাইল) গভীরে, যা সাধারণত ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। তবে, জনমানবহীন অঞ্চলে আঘাত হানায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর প্রথমে চিলির উপকূলীয় অঞ্চলের জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। পরে তারা নিশ্চিত করে, কোনো সুনামির ঝুঁকি নেই।
অন্যদিকে, চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক এবং ওশেনোগ্রাফিক সার্ভিস তাদের অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য একটি সুনামি সতর্কতা জারি করেছিল।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার উশুয়া শহর থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণ-পূর্বে। উশুয়া শহরের জনসংখ্যা প্রায় ৫৭ হাজার।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে যেহেতু ভূমিকম্পটি সমুদ্রের প্রত্যন্ত অঞ্চলে ঘটেছে, তাই এর ক্ষয়ক্ষতি সীমিত থাকার সম্ভাবনা রয়েছে।
ডিবিসি/এমইউএ