উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ দুই দেশের মধ্যকার কার্যত সামুদ্রিক সীমান্তরেখা (এনএলএল) অতিক্রম করার পর দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী সতর্কতামূলক গুলি ও শেল নিক্ষেপ করেছে। প্রায় তিন বছরের মধ্যে প্রথমবার এ ধরনের ঘটনা ঘটল, যা কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) ভোরে পীত সাগরে অবস্থিত দক্ষিণ কোরিয়ার বাইংনিয়ং দ্বীপের কাছে উত্তর কোরিয়ার জাহাজটি সীমানা লঙ্ঘন করে। এটি প্রায় ৫ কিলোমিটার (৩.১ মাইল) দক্ষিণে প্রবেশ করে এবং প্রায় এক ঘণ্টা দক্ষিণ কোরিয়ার জলসীমায় অবস্থান করে।
ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার বাহিনী জাহাজটির গতিবিধি অনুসরণ করছিল এবং বারবার সতর্কবার্তা পাঠাচ্ছিল। কিন্তু জাহাজটি সীমানা অতিক্রম করলে একটি নৌ যুদ্ধজাহাজ থেকে কয়েক ডজন সতর্কতামূলক গুলি ও শেল নিক্ষেপ করা হয়। এরপর উত্তর কোরিয়ার জাহাজটি পশ্চিম দিকে মোড় নিয়ে সীমান্তের উত্তর দিকে পিছু হটে।
জেসিএস জানিয়েছে, ঘটনার সময় ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার একটি ২,৮০০ টনের নৌ কনভয় কার্যক্রম পরিচালনা করছিল।
জেসিএসের একজন কর্মকর্তা বলেন, 'এই ঘটনার সঙ্গে সম্পর্কিত উত্তর কোরীয় সামরিক বাহিনীর কোনো অস্বাভাবিক তৎপরতা শুক্রবার সকাল পর্যন্ত শনাক্ত করা যায়নি।' তিনি আরও বলেন, 'নর্দান লিমিট লাইন (এনএলএল) সুরক্ষার জন্য আমরা আমাদের প্রস্তুতির ভঙ্গি দৃঢ়ভাবে বজায় রাখব এবং যেকোনো পরিস্থিতিতে কঠোরভাবে জবাব দেব।'
এর আগে ২০২২ সালের অক্টোবরে সর্বশেষ এ ধরনের সীমান্ত লঙ্ঘনের ঘটনা ঘটেছিল।
তথ্যসূত্র আনাদোলু এজেন্সি।
ডিবিসি/এমইউএ