দক্ষিণ কোরিয়ার মাটিতে গত মাসে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে। বিমানটিতে দুটি ব্ল্যাক বক্স থাকলেও দুর্ঘটনার চার মিনিট আগে রেকর্ডিং বন্ধ হয়ে যায়। শনিবার (১১ই জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার তদন্তকারী দল জানিয়েছিল, ফ্লাইট ডাটা এবং ককপিটের ভয়েজ রেকর্ডের মাধ্যমে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা যাবে। ওই দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হন।
জেজু এয়ারলাইন্সের বিমানটি পরিচালনার দায়িত্বে থাকা পাইলট জানিয়েছিলেন বিমানটিতে পাখির আঘাতের ঘটনা ঘটেছে। এর চার মিনিট পরই বিমানটি বিধ্বস্ত হয়।
পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটি দুর্ঘটনার সময় কেন ব্ল্যাক বক্স রেকর্ডিং বন্ধ হয়ে যায় তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে ভয়েজ রেকর্ডটি দক্ষিণ কোরিয়া বিশ্লেষণ করে। কিন্তু যখনই ডাটা না পাওয়ার ঘটনা ঘটে, তখন ভয়েজ রেকর্ডটিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড ল্যাবরেটরিতে পাঠানো হয়।
বিমান চালানোর সময় এর ককপিটে থাকা পাইলট যখন কথা বলেন তার যাবতীয় কিছু ব্ল্যাক বক্সে রেকর্ড হয়। গত ২৯শে ডিসেম্বর জেজু এয়ার ৭সি২২১৬ বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে থেকে থেকে দক্ষিণ কোরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা ১৮১ জন আরোহীর মধ্যে ১৭৯ জন মারা যায়। সৌভাগ্যক্রমে মাত্র দুই জন বেঁচে যান।
ডিবিসি/ এসএসএস