বাংলাদেশ, বিবিধ, প্রবাস

দক্ষিণ সুদানে সেরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশির জুবা নেটওয়ার্ক

বিশেষ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই ডিসেম্বর ২০২৩ ১১:২৮:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদানে সেরা ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে জুবা নেটওয়ার্ক কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি পুরোপুরি বাংলাদেশি পরিচালিত একটি আইটি প্রতিষ্ঠান।

শুক্রবার চেম্বার কোয়ালিটি অ্যাওয়ার্ড-২০২৩ পায় প্রতিষ্ঠানটি। সাউথ সুদান ন্যাশনাল চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি এন্ড অ্যাগ্রিকালচারের আয়োজনে উক্ত অনুষ্ঠানে জুবা নেটওয়ার্ক কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোহেল মুহাম্মদ আব্দুল্লাহ।

সাউথ সুদান চেম্বার অব কমার্স এর চেয়ারপারসন লসিদিক লুকাক লিগি থেকে তিনি এ পুরষ্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে দেশটির রাজধানীর মেয়র, অর্থমন্ত্রী, সংসদের স্পিকার উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোহেল মুহাম্মাদ বলেন, নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পূর্ব আফ্রিকার দেশটিতে আমরা ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছি। বাংলাদেশি হিসেবে এ পুরষ্কারে আমি গর্বিত।

অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন- জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে দক্ষিণে সুদানে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লাহ, জিআইএস ইউনিট এর প্রধান জহুরুল হকসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা।

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন