মাইলস্টোন ট্র্যাজেডি

দগ্ধদের চিকিৎসায় এবার চীন থেকে আসছে বিশেষজ্ঞ মেডিকেল টিম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৪শে জুলাই ২০২৫ ০১:১৭:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিম। ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে দগ্ধ রোগী বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি মেডিকেল টিম আজ সন্ধ্যায় ঢাকায় এসে প্রয়োজনীয় সব সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবে।

 

পৃথক আরেক বার্তায় চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের অনুরোধে বৃহস্পতিবার (২৪শে জুলাই) সকালে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে অংশ নেয়। 

 

এই কনফারেন্সে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন এবং যৌথ চিকিৎসা পরিকল্পনা নিয়ে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

 

এর আগে, বুধবার (২৩শে জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছেছে। একই দিনে সিঙ্গাপুর থেকেও তিন সদস্যের আরেকটি মেডিকেল টিম ঢাকায় আসে।

 

এছাড়াও, জাপান সরকারও অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন