ছেলের মৃত্যুর পর এবার বাবা সাংবাদিক নান্নু অগ্নিদগ্ধ।
দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নু। পুড়ে গেছে তার শরীরের ৬০ ভাগ।
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি হন তিনি। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গতকাল রাত তিনটার দিকে বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই বাসায় কয়েক মাস আগে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যু হয় তার একমাত্র ছেলে সংগীত পরিচালক পিয়াসের।