বাংলাদেশ, রাজনীতি

দলের স্থায়ী কমিটির সাথে প্রথম সরাসরি বৈঠক করলেন তারেক রহমান

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর দলের স্থায়ী কমিটির সাথে প্রথম সরাসরি বৈঠকে করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন-এর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র ইন্তেকালের পর দলের জাতীয় স্থায়ী কমিটি'র জরুরি বৈঠক ডাকা হয়। দলের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।

 

বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

 

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

 

গত ২৩শে নভেম্বর বেগম খালেদা জিয়া এভারকেয়ারে ভর্তি হন। ২৭শে নভেম্বর তার অবস্থার অবণতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। শেষ সময় পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন