দল ঘোষণার ঠিক আগমুহূর্তেই ইনজুরিতে পড়েছিলেন। ফলে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য নেইমারকে দলে রাখেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা নেইমারের জাতীয় দলের ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো। চিরশত্রু ইনজুরির কারণে জাতীয় দলের দরজাটা আরেকবার বন্ধই রইলো তারকা এই ফুটবলারের।
দল থেকে বাদ পড়ার পর নেইমার নিজের ইনজুরি থেকে সেরে ওঠার লড়াই শুরু করেছেন। জিম সেশনের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি তার দৃঢ় সংকল্পের কথা জানান। নেইমার লিখেছেন, লক্ষ্য অর্জনের জন্য আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প এবং অধ্যবসায় প্রয়োজন। তিনি আরও বলেন, যদি কেউ তার লক্ষ্য অর্জন নাও করতে পারে, তবুও চেষ্টা এবং বাধা অতিক্রমের প্রচেষ্টা প্রশংসনীয়।
জানা গেছে, নেইমারের ইনজুরি গুরুতর নয়। তার উরুর পেশিতে সামান্য ফোলা রয়েছে এবং এক সপ্তাহের মধ্যেই তার অনুশীলনে ফেরার সম্ভাবনা আছে। তবে কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন যে জাতীয় দলে খেলার জন্য একজন খেলোয়াড়কে শতভাগ ফিট থাকতে হবে এবং তিনি কোনো ইনজুরিতে থাকা খেলোয়াড়কে দলে রাখতে চান না।
ডিবিসি/এফএইচআর