অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে আবারও হানা দিয়েছে ভয়াবহ দাবানল, যা ২০১৯-২০ সালের সেই বিভীষিকাময় ‘ব্ল্যাক সামার’-এর স্মৃতি ফিরিয়ে এনেছে। সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সৃষ্ট এই আগুনে এখন পর্যন্ত ছাই হয়ে গেছে ৩ লাখ হেক্টরেরও বেশি বিস্তীর্ণ বনভূমি।
শনিবার (১০ জানুয়ারি) ভিক্টোরিয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই প্রলয়ংকরী আগুনে এখন পর্যন্ত শতাধিক বসতবাড়ি ও অন্যান্য স্থাপনাসহ অন্তত ১৩০টি কাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ভিক্টোরিয়া কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, রাজ্যজুড়ে এখনও ১০টিরও বেশি বড় আকারের আগুন সক্রিয় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দিন-রাত কাজ করে যাচ্ছেন হাজার হাজার দমকলকর্মী। আগুনের তীব্রতায় বিদ্যুতের খুঁটি ও সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্যটির প্রায় ৩৮ হাজার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
কর্তৃপক্ষ এই পরিস্থিতিকে ২০১৯-২০২০ সালের সেই বিধ্বংসী ‘ব্ল্যাক সামার’ দাবানলের পর ভিক্টোরিয়ার ইতিহাসের সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড হিসেবে অভিহিত করেছে। স্মরণ করা যেতে পারে, সেই সময় তুরস্কের মোট আয়তনের সমান এলাকা আগুনে পুড়ে গিয়েছিল এবং প্রাণ হারিয়েছিলেন ৩৩ জন মানুষ।
শনিবার ক্যানবেরা থেকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়া আজ চরম ও বিপজ্জনক অগ্নিঝুঁকির মুখোমুখি, বিশেষ করে ভিক্টোরিয়া অঞ্চল। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে রাজ্যের একটি বিশাল অংশকে ইতিমধ্যেই ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত আঞ্চলিক এলাকার বাসিন্দাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে পুরো দেশ তাদের পাশে রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, দাবানলের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের অনেক জাতীয় পার্ক ও ক্যাম্পগ্রাউন্ড পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারও ভিক্টোরিয়ার বিস্তীর্ণ এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা বলবৎ রয়েছে। আগুনের ঝুঁকি কেবল ভিক্টোরিয়াতেই সীমাবদ্ধ নেই; পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও সর্বোচ্চ অগ্নিঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স।
ডিবিসি/এএমটি