জুলাই সনদ বাস্তবায়ন, বিপ্লবীদের নিরাপত্তা ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না করে কেবল দায়সারা নির্বাচন অনুষ্ঠিত হলে অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর তিলোত্তমা রেস্টুরেন্টে জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যমের সামনে এমন হুঁশিয়ারি দেন তিনি।
এসময় সারজিস আলম আরও বলেন, ‘শুধুমাত্র বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে নয়, জনগণের রক্তের দাবিতে সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। জুলাই যোদ্ধাদের আইনগতভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণ সরকারের বিপক্ষে অবস্থান নেবে আর এর সাথে থাকবে এনসিপি।’
দেশে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে বিগত সময়ের কালপীটের একটা বড় ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে ধারণা করেন তিনি। একই সাথে এসব ঘটনার তদন্দের দাবি জানান এনসিপি নেতা সারজিস আলম।
আগামীর সংগঠন গঠন প্রসঙ্গে সারজিস বলেন, ডিসেম্বরের আগেই এনসিপি সারাদেশে সমন্বয় সভা শেষ করে জেলা পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন করবে। একই সাথে তৃণমূলের জনগণকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে তার দল বলেও জানান তিনি।
উত্তরাঞ্চলের বৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, ‘অভাগা রংপুরকে বিগত আমলে বছরের পর বছর বাজেটে বঞ্চিত করা হয়েছে। এবার শহীদ আবু সাঈদের রংপুরকে তার ন্যায্য হিস্যা দিতে হবে। নয়তো এই অঞ্চলকে নিয়ে রাজনীতি না করার হুশিয়ারি দিয়েছেন সারজিস।’ এসময় জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এনএসএফ