ঠাকুরগাঁও থেকে রংপুরে যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৪ জনের প্রাণহানি ঘটেছে। নিহত চারজনই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা এবং সবাই সরকারি হিসাব রক্ষণ অফিসে কর্মরত ছিলেন।
আজ সোমবার (১৯শে মে) সকাল সাড়ে ৬টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৮ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক, দিনাজপুর হিসাবরক্ষণ অফিসের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জাওনিয়া গ্রামের দেলোয়ার হোসেন, পীরগঞ্জ হিসাবরক্ষণ অফিসের অডিটর রাণীশংকৈল উপজেলার হলদিবাড়ী গ্রামের ইমরুল হাসান, ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের জুলফিকার আলী ভুট্টু।
আজ সোমবার (১৯শে মে) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বাবলু ফার্মের সামনে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রীরা সকলেই হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা। তারা ট্রেনিংয়ের উদ্দেশে রংপুরে যাচ্ছিলেন।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোসলিম উদ্দিন বলেন, ‘সকাল ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের মরদেহ পাই। আহতদের ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান ৪ জনের মৃত্যু নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করায়।
ডিবিসি/ এইচএপি