বাংলাদেশ, অর্থনীতি, জেলার সংবাদ, ভারত

দিনাজপুরে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

বাসস

ডিবিসি নিউজ

শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৫:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনাজপুরে প্রায় নয় মাস পর আবারো রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্য আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার মো. জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থল সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু  হয়েছে। ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে তাদের দেশের শেষ প্রান্ত রাধিকাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর বিরল স্থলবন্দর হয়ে বিরল রেলওয়ে স্টেশনে রাত ৯ টায় এসে পৌঁছেছে।

 

সূত্র জানায়, আজ সকালে ভারত থেকে আগত পণ্য বোঝাই ট্রেনটি খালাস করার কথা রয়েছে। মালগুলো খালাসের পর পুনরায় ওই ট্রেনটি একই পথে ভারতে ফিরে যাবে।

 

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গত বছর জুলাই মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ হয় উভয় দেশের মধ্য যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল কার্যক্রম। এর আগে অবশ্য চাহিদা না থাকার কারণে গত বছর মে মাসেই বন্ধ হয়ে যায় ভারতের রাধিকাপুর-বিরল সীমান্ত হয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলাচল।

 

রাধিকাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সংগীত দত্ত জানান, দীর্ঘদিন পর চালু হলো এই ট্রেন। ৪৬টি বগি নিয়ে এই ট্রেন বাংলাদেশের বিরল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। চিনামাটির প্লেট তৈরির ডাস্ট পাউডার নিয়ে এই ট্রেন রাতে রওনা দেয় বাংলাদেশের উদ্দেশ্যে।

 

তিনি বলেন, ভারতের গেদে-দর্শনা, পেট্রাপোল-বেনাপোল এবং রাধিকাপুর ও বিরল ভারত বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে মোট এই তিনটি রুট ব্যবহার করেই চলাচল করবে রেলপথে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন