বাংলাদেশ, জেলার সংবাদ

দিনাজপুরে বাস-ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারি চালিত চার্জার ভ্যানের সংঘর্ষে তিনজন ভ্যান যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন।

আজ বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

 

পুলিশ জানায়, চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের ফতেজংপুর এলাকায় ট্রিলিয়ন গোল্ড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো পুলিশ জানাতে পারেনি।

 

দুর্ঘটনার পর বাসের চালক হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় উত্তেজিত জনতা বাসের সিট বাইরে বের করে নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে যান চলাচল স্বাভাবিক হয়।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন