হংকং থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২শে জুলাই) এয়ার ইন্ডিয়ার এআই-৩১৫ ফ্লাইটটিতে অবতরণের পরপরই এপিইউতে আগুন ধরে যায়।
বিমান সংস্থাটি বলেছে, যাত্রীরা বিমান থেকে নামার সময়ই আগুন ধরে যায়। তবে বিমানের সব আরোহী ও কেবিন ক্রু নিরাপদে বেরিয়ে আসেন। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
বিবৃতিতে বলা হয়েছে, বিমানের ফায়ার সিস্টেমে আগুন শনাক্ত হওয়ার পরপর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এপিইউ। এয়ার ইন্ডিয়া বলেছে, অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুই ইঞ্জিনবিশিষ্ট এয়ারবাস এ৩২১ বিমানের ‘কিছু ক্ষতি’ হয়েছে। এই ঘটনা তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার বিমানে এমন এক সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, যখন দেশটিতে এই বিমান সংস্থার বিমানের বেশ কিছু দুর্ঘটনা ঘিরে ব্যাপক সমালোচনা চলছে।
ডিবিসি/এমএআর