নিরাপত্তাজনিত কারণে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একটি চরমপন্থী সংগঠনের বিক্ষোভ এবং বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকির ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা হাইকমিশনের সামনে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেয়, যা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি প্রশ্ন তোলেন, দিল্লির মতো সুরক্ষিত কূটনৈতিক এলাকায় কীভাবে বিক্ষোভকারীরা হাইকমিশনের এত কাছে পৌঁছাতে সক্ষম হলো। এই পরিস্থিতির পর থেকে হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও ঝুঁকি বোধ করছেন বলে জানা গেছে।
ডিবিসি/এসএফএল