মঙ্গলবার (১২ই আগস্ট) সকালের মুষলধারে বৃষ্টিতে থমকে গেছে ভারতের রাজধানী দিল্লির জনজীবন। প্রবল বর্ষণের ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তীব্র যানজট দেখা দিয়েছে। একই কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।
এদিন ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে বিমানবন্দরের অর্ধশতাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে এবং অন্তত পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। শহরের মিন্টো ব্রিজ, বিজয় চক ও নিজামউদ্দিন ফ্লাইওভারের মতো প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। এদিকে, ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লিতে 'হলুদ সতর্কতা' জারি করে দিনভর আরও বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে।
শুধু দিল্লিই নয়, বর্ষার সক্রিয় রূপ দেখা যাচ্ছে গোটা উত্তর ভারতজুড়েই। আইএমডি হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও জম্মুর কিছু অংশে সর্বোচ্চ 'কমলা সতর্কতা' এবং উত্তরাখণ্ডে 'হলুদ সতর্কতা' জারি করেছে।
চলতি বর্ষা মৌসুমে ভারতের একাধিক প্রদেশে বৃষ্টি, আকস্বিক বন্যা ও ভূমিধসের মতো ঘটনায় এখন পর্যন্ত ২২৯ জনের মৃত্যু হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিবিসি/এমএআর