আন্তর্জাতিক

দিল্লিতে ৪-তলা ভবন ধস, ভেতরে বহু মানুষের আটকা পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১২ই জুলাই ২০২৫ ১০:১১:৩৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের রাজধানী দিল্লিতে আজ (শনিবার) সকালে একটি চারতলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় সকাল ৭টা ৫ মিনিটে এই ঘটনা ঘটে। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

 

দমকল বাহিনীর একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "সকাল ৭টার দিকে আমরা ভবন ধসের খবর পাই। দমকলের সাতটি ইউনিটসহ একাধিক দল উদ্ধারকাজে নিযুক্ত রয়েছে।"

 

সর্বশেষ খবর অনুযায়ী, ধ্বংসস্তূপের ভেতর থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও অন্তত তিনজন ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

 

সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দলকে সাহায্য করছেন।

 

ভবনটি ধসে পড়ার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

 

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে দিল্লির মুস্তাফাবাদ এলাকায় একটি চারতলা ভবন ধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছিল এবং ১৩ জনকে উদ্ধার করা হয়েছিল।

 

তথ্যসূত্র এনডিটিভি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন