আইপিএলের ৮৮ তম ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত আটটায় মুখোমুখি হবে গুজরাট টাইটানস এবং দিল্লি ক্যাপিটালস। দিল্লির আজকের ম্যাচেও মোস্তাফিজের থাকার সম্ভাবনা নেই। প্রথম লেগে ফিরোজ শাহ কোটলায় গিয়ে ওয়ার্নারদের হারিয়ে এসেছিল হার্দিক পান্ডিয়ার দল। এবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলবে দুই দল।
আজকের ম্যাচে শিশিরের বড় ভূমিকা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে টস জিতে প্রথমে বোলিং করাটাই এখানে ভালো সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। তবে এই সব কথা মাথায় রেখেই দুই দল নিজেদের একাদশ সাজাচ্ছে।
গুজরাট দল দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তাদের শেষ ম্যাচে কেকেআরকে তারা ৭ উইকেটে হারিয়েছিল। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসকে তাদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের মুখে পড়তে হয়েছিল। আট ম্যাচে এটি দিল্লির ষষ্ঠ পরাজয় ছিল। এমন অবস্থায় দিল্লিকে প্লে-অফের দৌড়ে থাকতে হলে যে কোনও মূল্যে এই ম্যাচ জিততেই হবে। এমন আবহে দুই দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করা হচ্ছে।
গুজরাট এবং দিল্লির জন্য এবারের আইপিএল সম্পূর্ণ আলাদা ছিল। গুজরাট দল এখন পর্যন্ত খেলা ৮টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। একই সময়ে, দিল্লি দল এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র দুটি ম্যাচ জিতেছে এবং পয়েন্ট টেবিলে সবচেয়ে নিচে রয়েছে। উভয় দল এর আগেও একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে দিল্লিকে ৬ উইকেটে হারিয়েছিল গুজরাট। এমন পরিস্থিতিতে দিল্লির বিরুদ্ধে গুজরাটের আধিপত্য দেখা যাচ্ছে।
এই মরশুমে গুজরাটের পিচে রানের বৃষ্টি হচ্ছে এবং ব্যাটাররা ব্যাটিং উপভোগ করছেন। যদিও এই মাঠে ফাস্ট বোলারদের একটা সুবিধা আছে। এমন পরিস্থিতিতে ম্যাচে চমক দেখাতে পারেন পেসাররা।
গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটলসের সম্ভাব্য একাদশ-
গুজরাট টাইটানসের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, জোশুয়া লিটল, মহম্মদ শামি, অভিনব মনোহর।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, মনীশ পান্ডে, সরফরাজ খান, ললিত যাদব/রিপাল প্যাটেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, এনরিখ নরকিয়া, ইশান শর্মা, মুকেশ কুমার।