খেলাধুলা, ফুটবল

দিয়েগো জোতার ২০ নম্বর জার্সিকে পুরোপুরি অবসরে পাঠাচ্ছে লিভারপুল

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১২ই জুলাই ২০২৫ ১১:০৪:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সড়ক দুর্ঘটনায় নিহত দলের তারকা ফুটবলার দিয়োগো জোতার ব্যবহৃত ২০ নম্বর জার্সিটি ‘অমর’ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। জোতার স্মরণে তার ২০ নম্বর জার্সিকে অবসরে রাখার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল।

শুক্রবার (১১ই জুলাই) ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটি এই ঘোষণা দিয়েছে। কেবল লিভারপুল পুরুষ সিনিয়র দলই নয়, নারী ও একাডেমির বয়সভিত্তিক দলসহ প্রতিটি ক্ষেত্রেই আর ২০ নম্বর জার্সি কাউকে দিতে চায় না অলরেডরা।

 

এক বিবৃতিতে লিভারপুল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এটি সেই নম্বর যেটি তিনি গর্ব ও সম্মানের সঙ্গে পরতেন, আমাদের অগণিত জয়ের প্রক্রিয়ায় নিয়ে গেছেন-দিয়েগো জোতা লিভারপুল ফুটবল ক্লাবের ২০ নম্বর হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবেন।’

 

এর আগে লিভারপুলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, ‘২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের শিরোপা জয়ে জোতার অবদান অনস্বীকার্য। তার অসাধারণ দক্ষতা এবং স্ট্রাইকগুলি চিরকাল মনে রাখবে ক্লাব। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে জোতার করা একমাত্র গোলে জিতেছিল লিভারপুল। সেটিই ক্লাবের হয়ে জোতার শেষ গোল ছিল। ঐ সম্মানেই তার ২০ নম্বর জার্সি চিরতরে অমর হয়ে থাকবে।’

 

ক্লাব ইতিহাসে এই প্রথমবার কোন ফুটবলারের স্মরণে জার্সি নম্বর অবসরে রাখার ঘোষণা দিল লিভারপুল।

 

গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখেন জোতা। ক্লাবের জার্সিতে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেছেন তিনি।

 

জোতা নিজের ক্যারিয়ারের সবচেয়ে সফল মৌসুমটা কাটিয়েছেন এবার। লিভারপুলের হয়ে ২০তম ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেল এবং পর্তুগালের হয়ে শিরোপা জিতেছেন উয়েফা নেশন্স লিগে। সবমিলিয়ে লিভারপুলের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেন এই ফরোয়ার্ড। একইসঙ্গে অলরেডদের জার্সিতে তার এফএ কাপ, ইংলিশ লিগ কাপ, কমিউনিটি শিল্ড ও প্রিমিয়ার লিগ জয়েরও কীর্তি রয়েছে।

 

তত্যসূত্র বিবিসি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন