ঢালিউড

দীঘির বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা পরিচালক ঝন্টুর

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই মার্চ ২০২১ ০২:৪৯:১৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চিত্রনায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা করলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। মুক্তির অপেক্ষায় থাকা 'তুমি আছো তুমি নেই' সিনেমাটিকে কেন্দ্র করে এই মামলার ঘটনা ঘটে।

বুধবার দুপুরে, এক কোটি টাকার মামলার বিষয়টি ডিবিসি নিউজকে নিশ্চিত করেন দেলোয়ার জাহান ঝন্টু। একই সঙ্গে দীঘি, তার বাবা সুব্রত ও মামার নামে পৃথক আরেকটি মানহানির মামলা করেছেন এই নির্মাতা।

দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ছবি মুক্তির কয়েকদিন আগে যখন খোদ নায়িকাই বলেন সেটি চলবে না, তখন দর্শক কেন হলে যাবেন ছবি দেখতে। মুক্তির আগে চলবে না বলে দিঘী পরিচালক এবং প্রযোজকদের হুমকি দেন বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে দীঘির মতো কোনো অভিনেত্রীকে আর খুঁজে পাওয়া যাবে না, যে নিজের ছবির বিরুদ্ধে সরাসরি নেতিবাচক প্রচারণা করেন। টিভি ও পত্রিকায় বাজে কথা বলে বেড়ান।

দীঘি তার মুক্তির অপেক্ষায় থাকা প্রথম ছবি 'তুমি আছো তুমি নেই' প্রসঙ্গে একটি পত্রিকায় নেতিবাচক সাক্ষাৎকার দেন। মূলত সেখান থেকেই শুরু হয় পরিচালক ঝন্টু ও নায়িকা দীঘির এই জটিলতা।

আরও পড়ুন