বাংলাদেশ, রাজনীতি

দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ই আগস্ট: ড. আব্দুল মঈন খান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই আগস্ট ২০২৫ ০২:৩৮:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দু:শাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ বছরের তাদের এই জুলুম-অত্যাচার, খুন-গুমের ফলে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ২০২৪ সালের ৫ই আগস্ট।

তাই এ দিন ছাত্র-জনতাসহ সারা দেশের মুক্তিকামি মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।


তিনি মঙ্গলবার (৫ই আগস্ট) দুপুরে গণঅভ্যুত্থানের একবছর পুর্তি উপলক্ষে নরসিংদী পলাশে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে ছাত্র-জনতার বিজয় র‌্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন।


এসময় মঈন খান আরও বলেন, আওয়ামীলীগ বুঝতে পারেনি যে অন্যায় চিরদিন টিকে থাকতে পারে না। তারা ভেবেছিল বন্দুকের গুলির জোর দিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য শাসন করবে। কিন্তু অর্বাচিনের দল বাংলাদেশের ইতিহাস জানেনা, এই বঙ্গভুমি স্বাধীন চেতা মানুষ। তারা কোনদিন অন্যায় স্বীকার করেনা। 

 

বিজয়ের এক বছর পূর্তিতে আমাদের সামনে কঠিন দায়িত্ব রয়েছে। অন্তবর্তীকালীন সরকারের উপর বাংলাদেশের ১৮ কোটি মানুষ আস্থা রেখেছে, তাদেরও জনগণের উপর অস্থা রাখা। বাংলাদেশের গণতন্ত্র পূনরুদ্ধার করতে দ্রুত সমেয়র মধ্যে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনেরও দাবী জানান তিনি।   

 
পলাশ উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে ছাত্র-জনতার বিজয় র‌্যালিটি নরসিংদী-২ নির্বাচনি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচদোনার মোমেন চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন