দীর্ঘ ২০ বছর পর আগামী ২৭শে জানুয়ারি বরিশালে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই রাজসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিভাগীয় শহরটিতে বইছে উৎসবের আমেজ, অলিগলি থেকে চায়ের আড্ডা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমানের আগমন। নগরীর বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
তারেক রহমানের সফরকে ঘিরে এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি সভা। বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি, উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এবং স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসমাগম ও নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন।
বিভাগের ৬টি জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন নেতৃবৃন্দ। দীর্ঘ প্রতীক্ষার পর দলীয় প্রধানকে সরাসরি দেখার সুযোগ পেয়ে উজ্জীবিত সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা।
ডিবিসি/কেএলডি