বাংলাদেশ, জেলার সংবাদ

২ কন্যা সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২১শে ফেব্রুয়ারি ২০২৪ ০৮:০২:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই কন্যা সন্তানকে বিষ খাইয়ে নিজেও তা পান করে আত্মহত্যা করেছেন তানিয়া আক্তার (২৭) নামের এক গৃহবধূ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার বাকিলার শ্রীপুর উত্তর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানিয়া একই এলাকায় মালয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশু দুইটি। শিশুদের নাম- তাবাচ্ছুম (৬) ও ফাতেহা (৪)।

 

নিহতের স্বজনেরা জানান, নিহতের স্বামী কাউসার বছরখানেক পূর্বে বিদেশে পাড়ি জমান। এরপর থেকেই পারিবারিক কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার দিবাগত রাতে দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও তা পান করেন তানিয়া। এতে বিষক্রিয়ায় তানিয়ায় মৃত্যু হয়। 

 

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তানিয়া আক্তার নামের ওই গৃহবধূ মারা গেছেন। দুই শিশুকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এখন শঙ্কামুক্ত।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন