দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তদন্তে দোষী সাব্যস্ত হলে শাস্তি মাথা পেতে নেবেন সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক খালেদ মাহমুদ সুজন৷ আর নির্দোষ হলে মিথ্যা অভিযোগে ভাবমূর্তি নষ্টকারীদের শাস্তির দাবিও জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার৷
১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ২০০৭ সালে স্বাধীন বোর্ড হিসেবে কাজ শুরু করে বিসিবি নামে৷ প্রায় ৫৩ বছরের পথ চলায় বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম নিয়ে কখনই তদন্তের দৃশ্য দেখা যায়নি৷ সেই বিসিবিতে সম্প্রতি দুদকের অনুসন্ধান নিয়ে নড়েচড়ে বসেন ক্রিকেট প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ৷
দুদকের সন্দেহের তালিকায় অন্যান্যদের সাথে রয়েছেন খালেদ মাহমুদ সুজনের নাম৷ সেই প্রতিক্রিয়ায় সুজনের বক্তব্য পরিষ্কার, ‘দোষী হলে শাস্তি মেনে নেব।’
সুজনের বিরুদ্ধে অভিযোগ বোর্ড পরিচালক হিসেবে তৃণমূল ক্রিকেট কমিটিতে থেকে প্রভাব খাটিয়েছেন টুর্নামেন্টে৷ এমন প্রশ্নে সুজন বললেন, ‘ক্রিকেট নিয়ে কাজ করাটাই যেন তার অপরাধ, আর যারা নিস্ক্রিয় থেকে পদ আকড়ে ধরে থাকতো তারাই ভালো৷’
সবশেষে টাইগারদের সাবেক এই অধিনায়ক আক্ষেপ নিয়ে বললেন, ‘কারো অপছন্দের মানুষ হলেই তাকে অপদস্ত করতে হবে, এটা ঠিক না৷’
ডিবিসি/রাসেল