বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আজ নয়, আগামী পরশু অর্থাৎ রবিবার লন্ডনে নেয়া হতে পারে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দুপুরে বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। চিকিৎসকদের অনুমতি পেলে রবিবারই তার যাত্রা শুরু হবে।বিষয়টি টেলিফোনে নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি সূত্রে জানা গেছে, বেগম জিয়াকে বহন করতে কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবে। এদিকে শাশুড়িকে দেখতে ও তার সফরসঙ্গী হতে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আজ বেলা ১১টার কিছু সময় আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।
ডিবিসি/ এইচএপি