আন্তর্জাতিক, আরব

দুবাইয়ের গৃহবধূ সউদির প্রতিদিনের খরচ ৭০ লাখ রুপি!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৪ঠা জুন ২০২৩ ০৮:৪০:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কেনাকাটা করার শখ সবারই কমবেশি থাকে। সাধ্যের মধ্যে সবটুকু সুখ পেতে চান কেনাকাটার মাধ্যমে। এবার কেনাকাটা করেই আলোচনায় এসেছেন দুবাইয়ের ধনাঢ্য এক গৃহবধূ। তার প্রতিদিনের খরচের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই।

সউদি টিকটক ও ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। তার লাখো অনুসারী রয়েছেন। তিনি নিয়মিত এসব সামাজিক যোগাযোগমাধ্যমে কেনাকাটা করার পোস্ট, রিল ও ভিডিও শেয়ার করেন।

দামি ব্যাগ, গাড়ি ও বিলাসবহুল গন্তব্যের প্রতি সউদি বিশেষভাবে অনুরাগী। কেনাকাটা, খাওয়া ও ভ্রমণে প্রতিদিন প্রায় ৭০ লাখ রুপি খরচ করেন সউদি।

সউদির স্বামীর নাম জামাল বিন নাদাক। স্বামীকে নিয়ে নিয়মিত বিদেশে ছুটি কাটাতে দেখা যায় তাকে। পূর্ব আফ্রিকার দেশ সেশেলস ঘুরে সম্প্রতি এই দম্পতি মালদ্বীপে গিয়েছিলেন। তারা নিয়মিত লন্ডনে যাতায়াত করেন। এরপর জাপানে যাওয়ার ইচ্ছা আছে সউদির।

তিনি বলেন, তার প্রিয় ডিজাইনার ডিওর আর স্বামী জামালের প্রিয় হার্মিস।

এই দম্পতি একই রকম গাড়িও পছন্দ করেন। জামাল সউদিকে একটি বার্কিন ব্যাগ ও দুটি গাড়ি উপহার দিয়েছেন।

সউদির জন্ম যুক্তরাজ্যের সাসেক্সে। ছয় বছর বয়সে তিনি দুবাইয়ে আসেন। আর তার স্বামী জামাল সৌদি আরবের নাগরিক। দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে তাদের দু’জনের প্রথম দেখা হয়। সেখান থেকেই সম্পর্ক। দুই বছর আগে তারা সংসার পেতেছেন। সউদির বিলাসবহুল এই জীবনের খরচ মেটান তার স্বামীই।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন