আফ্রিকার এক দরিদ্র দেশ ইথিওপিয়া এবার দুবাই এয়ার শো ২০২৫-এ নজর কেড়েছে এক বিশাল আকারের বিমান ক্রয় চুক্তির মাধ্যমে। ১৭ই নভেম্বর শুরু হওয়া এই আন্তর্জাতিক এয়ার শো’র প্রথম দিনেই ইথিওপিয়ান এয়ারলাইনস মোট ১৭টি বিলাসবহুল বোয়িং ও এয়ারবাস যাত্রীবাহী বিমান ক্রয়ের প্রাথমিক চুক্তি সম্পন্ন করে।
নতুন এই চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির ১১টি ৭৩৭ ম্যাক্স ৮ সিরিজের জেট লাইনার এবং ইউরোপের এয়ারবাস কোম্পানির ৬টি এ-৩৫০-৯০০ সিরিজের ওয়াইডবডি বিমান ক্রয় করতে যাচ্ছে ইথোপিয়ান (ফ্ল্যাগশিপ) এয়ারলাইনস। তবে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বিমান মডেল ও সংখ্যা নিশ্চিত করা হলেও, চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি।
তবে আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে অনুমান করা যায়, প্রতিটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স বিমানের মূল্য আনুমানিক ১২১.৬ মিলিয়ন ডলার এবং প্রতিটি এয়ারবাস এ-৩৫০-৯০০ সিরিজের বিমানের মূল্য প্রায় ৩১৭ মিলিয়ন ডলার হতে পারে। সে হিসেবে মোট ১৭টি বিমানের আনুমানিক চুক্তিমূল্য দাঁড়াতে পারে প্রায় ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার।
বর্তমানে ইথোপিয়ান এয়ারলাইনস ৫টি মহাদেশে ১৬১টি যাত্রীবাহী রুট এবং ৬৮টি কার্গো রুট পরিচালনা করছে। তাছাড়া তাদের বিমান বহরে অত্যাধুনিক প্রায় ১৫৬–১৬০টি বিমান অপারেশনাল রয়েছে এবং চলতি ২০২৫ অর্থবছরে সংস্থাটি প্রায় ৭.৬ বিলিয়ন ডলারের রেভিনিউ অর্জন করে।
ইথিওপিয়ান এয়ারলাইনসের বহরে রয়েছে বোয়িং 737s, 777s, 787s, এয়ারবাস A350-900 ও A350-1000, এবং ডে হ্যাভিল্যান্ড Q400-এর মতো অত্যাধুনিক ও ডেডিকেটেড বিমান। আকাশ যাত্রায় যাত্রীদের আরাম, নিরাপত্তা এবং পরিবেশগত স্থায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংস্থাটি আজ আফ্রিকার গর্ব হিসেবে বিশ্বে খ্যাতি অর্জন করেছে।
সিরাজুর রহমান
শিক্ষক ও লেখক
সিংড়া, নাটোর।
ডিবিসি/আরএসএল