মাথায় গুরুতর আঘাত পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিকিৎসার জন্য তাকে এসএসকেএম হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সোয়া ৮টার দিকে তৃণমূল কংগ্রেস ফেসবুকে মুখ্যমন্ত্রীর একটি ছবি পোস্ট করে এ খবর জানিয়েছে।

এতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কপালের ঠিক মাঝখানে চোট লেগেছে। সেখান থেকে রক্ত ঝরছে।
মুখ্যমন্ত্রী কীভাবে আঘাত পেয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে দেখা যাচ্ছে, বাড়িতে যেরকম শাড়ি পরে থাকেন তেমনই একটি শাড়ি পরা রয়েছে তার।
মমতার বাসভবন সূত্রে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাকে এসএসকেএমে নিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এক্সে তৃণমূল কংগ্রেস শুধু লিখেছে, “আমাদের চেয়ারপারসন মমতা ব্যানার্জি বড় আঘাত পেয়েছেন। দয়া করে তার জন্য প্রার্থনা করুন।”
এদিকে এর আগে মমতা ব্যানার্জি তার সহোদর ভাই বাবুন বন্দোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রসূন বন্দোপাধ্যায় নামের স্থানীয় এক রাজনীতিককে মমতা মনোনয়ন দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন বাবুন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বাবুনের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।
বুধবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে মমতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার পরিবার এবং আমি বাবুনের সাথে সব ধরনের সম্পর্ক ত্যাগ করছি।
প্রত্যেক নির্বাচনের আগে, সে একটি সমস্যা সৃষ্টি করে। আমি লোভী লোকজনকে অপছন্দ করি। আমি বংশের রাজনীতিতে বিশ্বাস করি না, তাই আমি তাকে নির্বাচনে টিকিট দেব না। আমি তাকে ত্যাগ করার এবং তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি, বলেন তৃণমূল প্রধান।
ডিবিসি/ এসএসএস