দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করে আপিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার (১৩ই মে) জোবাইদা রহমানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেয়। আসামিপক্ষের আইনজীবী জানান, এক-এগারোর সরকারের সময় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের সাজা দেয় বিচারিক আদালত।
গত ২২শে সেপ্টেম্বর আপিলের শর্তে বিচারিক আদালতের সাজা এক বছরের জন্য স্থগিত করে গেজেট প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ডিবিসি/ রাসেল