দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে জামিন দিয়েছে। একই সঙ্গে আপিল গ্রহণ করে নথি তলব করা হয়েছে।
বুধবার (১৪ই মে) বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্টের একক নতুন বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে মঙ্গলবার (১৩ই মে) জোবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করে আপিল অনুমতি দেয় হাইকোর্ট। এই মামলার আপিল নিষ্পত্তি করার জন্য গ্রহন করা হয়েছে। ১৭ বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমানের স্ত্রী।
২০০৭ সালের ২৬শে সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, স্ত্রী জোবাইদা রহমান ও শাশুড়ী সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৬৫১ টাকার সম্পদের তথ্য গোপনের মামলা দায়ের করে দুদক।
২০২৩ সালের ২রা আগস্ট ঢাকা জজ আদালত তারেক রহমানকে ৯ বছরের সাজা আর জোবাইদা রহমানকে ৩ বছরের সাজা দেয় । গত বছরের ২২শে সেপ্টেম্বর জোবাইদা রহমানের সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ডিবিসি/ রাসেল