সড়ক নির্মাণে দুর্নীতি কমিয়ে ব্যয় কমানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান।
রবিবার (২৪শে আগস্ট) গাজীপুরে বহুল প্রত্যাশিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার অংশ উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে, যা রাজধানীর যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সড়ক ব্যবহারকারীরা বলছেন, এর ফলে তাদের সময় বাঁচবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী জানান, জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়কের কাজও ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। সড়ক পরিবহণ উপদেষ্টা বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় বেশি, তাই দুর্নীতি প্রতিরোধ করে এই ব্যয় কমানোর ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া, সড়কটির ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশের বিশেষ টহল ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।
ডিবিসি/আরএসএল