জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের সম্পদের অতন্দ্র পাহারাদার হিসেবে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন। তিনি বলেন, দেশের সম্পদ রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সভায় শফিকুর রহমান আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বেকার যুবকদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একই সাথে দেশ থেকে সব ধরনের চাঁদাবাজি ও দুর্নীতি সমূলে নির্মূল করা হবে। জনসভায় তিনি উপস্থিত জনতার কাছে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান।
ডিবিসি/কেএলডি